This Article is From Oct 02, 2018

RRB Recruitment 2018:রেলে স্পোর্টস কোটায় নিয়োগ- 90 হাজার অব্দি হতে পারে মাইনে

RRB Recruitment 2018: দশম বা দ্বাদশ শ্রেণি পাস করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া 15 অক্টোবর থেকে শুরু হবে। আবেদন করার শেষ তারিখ 15 নভেম্বর।

RRB Recruitment 2018:রেলে স্পোর্টস কোটায় নিয়োগ- 90 হাজার অব্দি হতে পারে মাইনে

RRB:দশম বা দ্বাদশ শ্রেণি পাস করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।

হাইলাইটস

  • স্পোর্টস কোটায় 21 টি পদে নিয়োগ
  • আবেদন প্রক্রিয়া শুরু হবে 15 অক্টোবর
  • আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর
নিউ দিল্লি:

পশ্চিম রেলওয়ে ক্রীড়া কোটার অধীনে মোট 21 টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। দশম বা দ্বাদশ শ্রেণি পাস করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া 15 অক্টোবর থেকে শুরু হবে। আবেদন করার শেষ তারিখ 15 নভেম্বর। রেলওয়ে নিয়োগ বোর্ড আরআরবি গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগের পরীক্ষা নিচ্ছে। প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড 4 দিন আগে দেওয়া হবে।

নীচে রইল ক্রীড়া কোটা সম্পর্কিত তথ্য-

কোন কোন খেলায় নিয়োগ হবে?

-হকি

-বাস্কেট বল

-ভলি বল

-ভার উত্তোলন

-শক্তি উত্তোলন

-হ্যান্ড বল

 

মোট পদ সংখ্যা

21 পদ

 

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের 10 বা 12 পাস হতে হবে

 

বয়স পরিসীমা

প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বাধিক 25 বছর হওয়া উচিত।

 

নির্বাচনের ভিত্তি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করেই নিয়োগ হবে

 

বেতন

19 হাজার 900 টাকা থেকে 92 হাজার 300 টাকা

 

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের তাঁদের আবেদনপত্র পূরণ করে এবং নীচের ঠিকানায় পাঠাতে হবে।

ওয়েস্টার্ন রেলওয়ে, পার্সেল ডিপো, আলিভাই প্রেমজী রোড, গ্রান্ট রোড (পূর্ব), মুম্বাই -400 007

.