RRB Group D Exam Date: আরআরবি গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হবে 17 সেপ্টেম্বর।
নিউ দিল্লি: এ মাসের 17 তারিখ থেকে গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেবে রেল বোর্ড। ইতিমধ্যেই পরীক্ষা সম্পর্কে ঘোষণা করে দেওয়া হয়েছে। কাল থেকেই মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবেন পড়ুয়ারা। তা দেখেই প্রশ্ন পত্র সম্পর্কে ধারনা করতে পারবেন আবেদনকারীরা। পরীক্ষার চার দিন আগে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। আরবিবি-র ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সম্ভব হবে।
আরআরবি পরীক্ষার টাইম টেবল, কেন্দ্র ও শিফ্ট সংক্রান্ত তথ্য জানতে পারেন এভাবে –
প্রথম ধাপ- পরীক্ষার দিন থেকে শুরু করে কেন্দ্র ও বিভিন্ন খোঁজ খবর জানা যাবে এই সমস্ত ওয়েবসাইট থেকে -
RRB Ahmedabad, RRB Ajmer, RRB Allahabad, RRB Bangalore, RRB Bhubaneshwar, RRB Bilaspur, RRB Chandigarh, RRB Chennai, RRB Gorakhpur, RRB Guwahati, RRB Jammu, RRB Kolkata, RRB Malda, RRB Mumbai, RRB Muzaffarpur, RRB Patna, RRB Ranchi, RRB Secunderabad, RRB Siliguri, RRB Thiruvananthapuram
দ্বিতীয় ধাপ : ওয়েবসাইটে গিয়ে সিইএন নম্বর দিতে হবে। .
তৃতীয় ধাপ: এরপর নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিন।
চতুর্থ ধাপ: এবার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন।