RRB, Railway Recruitment 2019: আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯
হাইলাইটস
- রেলওয়েতে শূন্যপদের সংখ্যা ১৬৫৪
- মাধ্যমিক পাস বিদ্যার্থীরা আবেদন করতে পারবেন
- আবেদন জমার কাজ চলছে
নিউ দিল্লি: যারা সরকারী চাকরীর সন্ধান করছেন, তাদের জন্য রেলওয়ে (Railway, RRB) নিয়ে এসেছে এক বিরাট সুখবর। বেশ কিছু শূন্যপদ-এ লোক নেওয়া হবে বলে ঘোষণা করেছে রেলওয়ে। দক্ষিণ রেলওয়ে (Southern Railway, RRB) মোট ১৬৫৪ পদের জন্য লোক নেওয়ার কথা ঘোষণা করেছে। শিক্ষানবিশের অধীনে ফিটার, ওয়েল্ডার, টার্নার, ছুতোর সহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯। এই পদগুলির জন্য মাধ্যমিক পাস এবং আইটিআই-এর বিদ্যার্থীরা আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার জন্য, নিয়োগ সংক্রান্ত আরও তথ্য নীচে দেওয়া হল।
পদের নাম:
ফিটার, ওয়েল্ডার, টার্নার, ছুতোর, প্লাম্বার, পেইন্টার, মেকানিক এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা:
১৬৫৪ টি পদ
যোগ্যতা:
এই পদ গুলির জন্য মাধ্যমিক পাস এবং আইটিআই-এর ছাত্ররা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
প্রার্থীর ন্যূনতম বয়স ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স ২৪ বছর-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য সর্বাধিক বয়সসীমায় ছাড় দেওয়া হবে।