আসানসোল: আসানসোল থেকে ১ কোটি নগদ টাকা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে ১ জন নিজেকে বিজেপির রাজ্য সভাপতির ব্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়েছেন। সোমবার আসানসোল রেলস্টেশন থেকে প্রায় ১ কোটি মতো নগদ টাকা সহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ। রেল পুলিশের তরফে আরও জানানো হয়েছে, আসানসোল স্টেশন থেকে ট্রেন ধরতে গিয়েছিলেন গৌতম চট্টোপাধ্যায় এবং লক্ষীকান্ত সাউ, সেই সময় তাঁদের গ্রেফতার করা হয়। রেল পুলিশের হাতে ধরা পড়ার পড়েই গৌতম চট্টোপাধ্যায় জানান, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সহায়ক হিসাবে কাজ করেন তিনি।
রেল পুলিশের তরফে বলা হয়, “তাঁদের সঙ্গে একটি বড় ব্যাগ ছিল এবং আসানসোলে তাঁদের ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায়, সেই সময় আধিকারিকদের চোখে পড়েন দুজনে। যখন আমরা তাঁদের ব্যাগে তল্লাশি চালাই, ১ কোটি মতো নগদ টাকা পাওয়া যায়”।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় রেল পুলিশকে তাঁরা জানিয়েছেন, টাকা নিয়ে কলকাতায় যাচ্ছিলেন তাঁরা।দুদিন আগেই প্রাক্তন আইপিএস তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে ১ লক্ষ টাকা উদ্ধার হয়।