This Article is From Mar 29, 2019

কলকাতা থেকে উদ্ধার ১৮ কোটির নগদ ও সোনা

কলকাতা থেকে উদ্ধার ১৮ কোটি টাকার নগদ। তাছাড়া প্রচুর পরিমাণ সোনাও পাওয়া গিয়েছে।

কলকাতা থেকে উদ্ধার ১৮ কোটির নগদ ও সোনা

হাইলাইটস

  • কলকাতা থেকে উদ্ধার ১৮ কোটি টাকার নগদ
  • নগদের পাশাপাশি প্রচুর পরিমাণে সোনাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে
  • এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে কয়েকটি প্রশ্ন উঠেছে
কলকাতা:

কলকাতা থেকে উদ্ধার ১৮ কোটি টাকার নগদ। তাছাড়া প্রচুর পরিমাণ সোনাও পাওয়া গিয়েছে। এদিকে কয়েকদিন আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে ৫৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ এবং নির্বাচন কমিশন।   রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন চার ব্যক্তির থেকে এই পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।  গোপন সূত্রে খবর পেয়ে  জয়গাঁয়  অভিযান চালায় পুলিশ ও কমিশনের বিশেষ দল। তখনই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।  নির্বাচনের  কাজে যাতে অবৈধভাবে টাকার ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে  উদ্যোগ নিয়েছে  কমিশন।   সেই সূত্র ধরে তল্লাশি  চলছে বিভিন্ন জায়গায়।  সঞ্জয় জানিয়েছেন,  নির্দিষ্ট প্রয়োজনে যে কেউ টাকা নিয়ে যাতায়াত করতে পারেন।  কিন্তু সেই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ থাকা আবশ্যক।  নথিপত্র না থাকলে টাকা বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা।   তবে ভুল বোঝাবুঝির কারণে কারও থেকে  টাকা নিয়ে নেওয়া হলে তা ফিরিয়ে দেওয়ার জন্য  নির্দিষ্ট কমিটি আছে।  সেই কমিটির কাছে প্রমান সহ আবেদন করলে টাকা ফিরে আসবে।  

(সংবাদ সংস্থা আইএএনএস)



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.