This Article is From Jan 18, 2019

সুন্দরবনে নদী পথে অবাধে চলছে চোরা কারবার! কী পাচার রুখল শুল্ক দপ্তর?

সুন্দরবনের নদী পথ হয়ে বাংলাদেশে পাচার হয়ে  যাচ্ছিল কোটি কোটি টাকার পোশাক!

Advertisement
Kolkata Posted by

আধিকারিকরা মনে করছেন শুধু পোশাক নয়  এভাবে অনেক কিছু  চলে  যায় সীমান্ত পেরিয়ে।

Highlights

  • নদী পথ হয়ে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছিল কোটি কোটি টাকার পোশাক
  • পাথর প্রতিমার কাছে এই ট্রলারটিকে আটকে দেওয়া হয়
  • ট্রলারে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
কলকাতা:

সুন্দরবনের নদী পথ হয়ে  বাংলাদেশে পাচার হয়ে  যাচ্ছিল কোটি  কোটি টাকার পোশাক। পোশাক নিয়ে  সীমান্তের দিকে  এগিয়ে যেতে থাকা ট্রলারকে আটকে দিল শুল্ক দপ্তর। ভেতর থেকে  উদ্ধার হল তিন কোটি টাকার পোশাক।

মাছ ধরার ট্রলারকে এ ধরনের কাজে  ব্যবহার করা হচ্ছে বলে আগে থেকেই খবর ছিল দপ্তরের কাছে। কয়েকদিন ধরে খোঁজ- খবরও রাখা হচ্ছিল। শেষমেশ সাফল্য পেল দপ্তর। কিন্তু আধিকারিকরা মনে করছেন শুধু পোশাক নয়  এভাবে অনেক কিছুই  চলে  যায় সীমান্ত পেরিয়ে।  

তৃণমূলের সমাবেশের পর ‘চায়ে পে চর্চায়' মিলিত হবেন বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতারা

নির্দিষ্ট সূত্র থেকে খবর পেয়ে তৎপর হয় শুল্ক দপ্তর। আর সেভাবেই পাথর প্রতিমার কাছে এই ট্রলারটিকে আটকে দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার হয় তিরিশটি ব্যাগ। তার মধ্যেই ছিল তিন কোটি টাকার পোশাক।

Advertisement

নদী পথে পাচার চক্র সম্পর্কে বিস্তারিত জানতে এদিনের ঘটনাটি খুবই সহায়ক হবেব বলে মনে করা হচ্ছে।  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্রলারে থাকা কর্মীদের। আরও বিস্তারিত জেরার প্রয়োজন আছে বলে মনে করছেন দপ্তরের আধিকারিকরা। তাঁদের অনুমান এদের থেকেই  পাচার চক্র সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। আর সেটা হলে  অচিরেই শুল্ক দপ্তর যে এ ধরনের আরও অনেক সাফল্য পাবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।          



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement