Kerala Flood Victims ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা দিল 'ওয়েবকুটা'।
কলকাতা: কেরালার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের (Kerala Flood Victims) পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ‘ওয়েবকুটা’। সংগঠনের সমস্ত সদস্য মিলে কেরালার মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে (Kerala Chief Minister’s Distress Relief Fund) তুলে দিল মোট পাঁচ লক্ষ টাকা। বিরানব্বই বছরের পুরনো এই সংগঠনটি পুরো টাকাই কেরালার মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে দিল তিনটি কিস্তিতে। শুক্রবার একটি বিবৃতি দিয়ে এই কথা জানান ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ।
কেরালায় গত মাসের ভয়াবহ বন্যায় প্রায় গোটা রাজ্যই প্রভূত ক্ষতির সম্মুখীন হয়। মৃত্যু হয় কয়েকশো মানুষের। ঘরছাড়া হয়ে ত্রাণশিবিরে ছিলেন রাজ্যের কয়েক লক্ষ বাসিন্দা। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 20 হাজার কোটি টাকারও বেশি। এই মাপের ভয়াবহ বন্যা গত 100 বছরে দেখেনি কেরালা। গোটা দেশের লক্ষ লক্ষ মানুষ এই বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে ওই রাজ্যের। এবার দাঁড়াল পশ্চিমবঙ্গের শিক্ষকরাও।