This Article is From Aug 24, 2018

কেরালাকে '700 কোটি' টাকা দেওয়ার বিষয়টি এখনও স্থির হয়নি, জানাল আরব আমিরশাহি

কেরালাকে '700 কোটি টাকা'ই দেওয়া হবে কি না তা এখনও স্থির হয়নি, জানাল আরব আমিরশাহি

কেরালাকে '700 কোটি' টাকা দেওয়ার বিষয়টি এখনও স্থির হয়নি, জানাল আরব আমিরশাহি

কেরালাকে '700 কোটি টাকা'ই দেওয়া হবে কি না তা এখনও স্থির হয়নি, জানাল আরব আমিরশাহি

নিউ দিল্ল:

কেরালার  বিপর্যয় মোকাবিলা করতে  আরব সহ বিদেশ থেকে  আসা সাহায্য নেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের জেরে এমনিতেই নানা মহলে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই  বিতর্কে নতুন মাত্রা জুড়ল। আরব জানাল  কেরালাকে তারা কত টাকা দিতে চায় তা এখনও ঠিক হয়নি। মানে কেরালা 700 কোটি  টাকা  দিতে চায় বলে যে দাবি উঠেছিল তা অস্বীকার করল আরব। এ দেশে আরবের রাষ্ট্রদূত আহমেদ আলবানা জানিয়েছেন কত টাকা সাহায্য করা হবে তা ঠিক করতে একটি কমিটি  তৈরি করা  হয়েছে। তাঁর কথায়,  ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করে সাহায্যের পরিমাণ  ঠিক করা  হবে। এনডিটিভিকে  তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে কোনও সরকারি ঘোষণা হয়নি।’

 

ak1rvvo

 

 

 দিন কয়েক আগে আরবের প্রধানমন্ত্রী রশিদ আল মাক্তুম টুইট করে বলেন, আমাদের দেশের  প্রগতিতে  কেরালা মানুষের ভূমিকা খুবই বেশি। আর তাই এই বিপদের দিনে আমরা কেরালার পাশে থাকতে চাই।  এর দিন তিনেক বাদে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন  নান কেরালা 700 কোটি টাকা সাহায্য করতে সম্মত হয়েছে। কিন্তু কেন্দ্র জানিয়েছে  তারা  সেই টাকা নেবে না। আর এটারই প্রতিবাদ করেছে সে রাজ্যর বামপন্থী সরকার। মুখ্যমন্ত্রী থেকে শুরু  করে অর্থমন্ত্রী চেয়েছিলেন টাকা নেওয়া হোক।  এ ব্যাপারে তাঁরা এনডিআরএফ-এর বিবৃতির একটা অংশকে  তুলে  ধরেছেন। তাতে বলা হয়েছে  কোনও  বিপর্যয়ের ক্ষেত্রে বিদেশ থেকে ভারত সাহায্য চাইতে পারবে না কিন্তু নিজে থেকে কেউ দিলে সেটা গ্রহণ করতে পারবে।  তবে আরবের বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বভাবতই বিতর্ক নতুন মোড় নিল।         

 

             

 

 

.