This Article is From Jul 13, 2018

মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে তদন্তের দাবি আরএসএসের

মিশনারিজ অব চ্যারিটির রাঁচি শাখার হোমের এক সন্ন্যাসিনী বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ ওঠার পর এই দাবি জানায় আরএসএস।

মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে তদন্তের দাবি আরএসএসের

মুখ্যমন্ত্রী রঘুবীর দাস ঝাড়খন্ড রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে এই ব্যাপারটি নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন।

রাঁচি:

মাদার টেরিজার সৃষ্ট প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে তদন্তের দাবি জানাল আরএসএস। মিশনারিজ অব চ্যারিটির রাঁচি শাখার হোমের এক সন্ন্যাসিনী বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ ওঠার পর এই দাবি জানায় আরএসএস।

গত সপ্তাহে এক মহিলা কর্মী তথা নির্মল হৃদয় আশ্রমের রাঁচি শাখার এক সন্ন্যাসিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ওই আশ্রমের নিবাসী এক দম্পতির শিশুকে বিক্রি করতে যাচ্ছিলেন।

“এটি অত্যন্ত গুরুতর বিষয়। মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত”, বলেন সংঘের দিল্লি ইউনিটের প্রচার প্রমুখের রাজীব তুলি।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস ঝাড়খন্ড রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে এই ব্যাপারটি নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন।

মিশনারিজ অব চ্যারিটির কলকাতা শাখার পক্ষ থেকে গত সপ্তাহে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, সত্যিটা জানার জন্য তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.