This Article is From Mar 11, 2019

নির্ধারিত জায়গাতেই রাম মন্দির নির্মাণ করতে হবেঃ আরএসএস

রাম মন্দির- বাবরি মসজিদ(Ram Temple Babri Masjid) সংক্রান্ত সমস্যা সমাধানে তিন মধ্যস্থতাকারীকে দায়িত্ব দিয়েছে শীর্ষ আদালত। রায়কে স্বাগত জানাল আরএসএস।

নির্ধারিত জায়গাতেই রাম মন্দির নির্মাণ করতে হবেঃ আরএসএস

রাম মন্দির যেখানে  তৈরি হওয়ার  কথা ছিল সেখানেই  হবে: আরএসএস

হাইলাইটস

  • নির্ধারিত জায়গাতেই রাম মন্দির নির্মাণ করতে হবেঃ আরএসএস
  • যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মন্দির হচ্ছে ততক্ষণ লড়াই চলবেঃ আরএসএস
  • মধ্যস্থতাকারীদের হিন্দ্য ভাবাবেগকে সম্মান করার দাবি তুলল সঙ্ঘ
গোয়ালিয়র:

রাম মন্দির- বাবরি মসজিদ (Ram Temple Babri Masjid) সংক্রান্ত সমস্যার জন্য  তিন মধ্যস্থতাকারীকে দায়িত্ব দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই রায়কে স্বাগত জানাল আরএসএস (RSS)। পাশাপাশি তারা  জানিয়ে দিল রাম মন্দির যেখানে  তৈরি হওয়ার  কথা ছিল সেখানেই  হবে। সঙ্ঘ পরিবারের তিন দিনের অখিল ভারতীয় প্রতিনিধি সম্মেলন শেষে আরএসএসের নেতা ভাইয়াজি  যোশী জানালেন ,"রাম মন্দির নির্মাণ নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আগে যেখানে ঠিক হয়েছিল সেখানেই মন্দির তৈরি করতে হবে। আর সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ লড়াই চলবে"। মধ্যস্থতাকারীদের স্বাগত জানিয়ে  তিনি বলেন, "আশা  করি তাঁরা  হিন্দুদের ভাবাবেগ বুঝবেন"।  

১১ এপ্রিল থেকে ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ, ফলাফল ২৩ মে

কেন্দ্রের বিজেপি সরকার রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছে না বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে না। এই মন্তব্যের কয়েকটি নির্দিষ্ট কারণ আছে। বেশ কিছু ডানপন্থী সংগঠন বলে আসছে  বিজেপি সরকার  রাম মন্দির নির্মাণের ব্যাপারে  কিছুই করছে না। আদালতে মিটমাট হতে সময়  লাগছে  বলে অর্ডিন্যান্স  আনার দাবিও উঠছিল। প্রধানমন্ত্রী অবশ্য কয়েক মাস  আগেই সেই সম্ভবনা খারিজ করে দিয়েছেন।মন্দির ছাড়াও  আরও বেশ কয়েকটি বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভাইয়াজি। তাঁকে পুলওয়ামার জঙ্গি হামলার পর  হওয়া এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জঙ্গিদের তাদের ভাষাতেই জবাব দেওয়া  উচিত। ৩৭০ ধারা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন এ ব্যাপারে আদালত রায় দিয়ে দেওয়ার পর কোনও সিদ্ধান্ত বের করা সম্ভব। আসন্ন নির্বাচনে (Lok Sabha Election 2019) যাতে সর্বত্র ১০০ শতাংশ ভোট পড়ে তা নিশ্চিত করতে যে আরএসএস উদ্যোগ নেবে একথাও জানান ভাইয়াজি।  তাঁর কথায়, "আমাদের দেশের সাধারণ মানুষ জানে কারা তাদের জন্য কাজ করে"।  

লোকসভার সঙ্গেই চার রাজ্যের বিধানসভা নির্বাচন

এদিকে তিন দিনের প্রতিনিধি সম্মেলনে বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তার মধ্যে প্রথমেই আছে পরিবেশ সংক্রান্ত কয়েকটি উদ্যোগ। ভাইয়াজি বলেন এখন একটি  নির্দিষ্ট স্তর পর্যন্ত আরএসএসের কাজ পৌছয়। এখন কাজের পরিধি আরও বাড়ানোর সময় এসেছে।       

 

.