বিজেপির আর্থিক নীতির অন্যতম বড় সমালোচক মমতা।
কলকাতা: টাকার লো 'ফিভার' হয়েছে। ডলারের তুলানায় টাকার দামের সর্বকালীন পতন প্রসঙ্গে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে শুক্রবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘টাকার লো ফিভার হয়েছে, আর পেট্রল – ডিজেলের দাম সবচেয়ে উপরে উঠেছে,বৈদেশিক মুদ্রাও কম পরিমাণে আসছে।’ এছাড়া ওই টুইটে জিএসটিরও সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি লেখেন, পরিকল্পনা ছাড়া জিএসটি চালু হওয়ায় 2017 সালের জুলাই মাস থেকে 2018 সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যের মোট 48,178 কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু তাই নয় জিএসটি ফাইল করা নিয়েও চলছে কালোবাজারি। তাঁর মতে পরিস্থিতি খুবই ভয়াবহ। এরপরে কী হবে তা নিয়ে গোটা দেশ ভাবনা চিন্তা করছে।
বিজেপির আর্থিক নীতির অন্যতম বড় সমালোচক মমতা। নোটবন্দি বা জিএসটি চালু প্রসঙ্গে একাধিকবার আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী। বস্তুত নোটবন্দি ঘোষণার পর সবার আগে প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জিএসটি প্রসঙ্গেও নিজের আপত্তির কথা বহুবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আবার মোদী সরকারের উদ্দেশে তোপ দাগলেন মমতা।
এদিকে, গত কয়েকদিনের মধ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা নতুন করে চাপ তৈরি করেছে বিজেপির উপর। দিন দুয়েক আসে প্রকাশ্যে আসে আরবিআইয়ের রিপোর্ট। তাতে দেখা যায় বিমুদ্রাকরণের সময় বাতিল হয়ে যায় নোটের প্রায় পুরোটাই ফিরে এসেছে। এরপর শুক্রবার এল জোড়া ধাক্কা।