শুক্রবার বাড়ল এক মার্কিন ডলারপিছু টাকার দাম । (ফাইল)
হাইলাইটস
- শুক্রবার বাড়ল টাকার দাম
- বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকায় এই মূল্যবৃদ্ধি
- এই নিয়ে চতুর্থবার বাড়ল ভারতীয় মুদ্রার দাম
মুম্বই: সপ্তাহের শেষ কাজের দিনে ২৭ পয়সা বাড়ল (Rise) ভারতীয় মুদ্রার (INR) দাম। শুক্রবার বাজার (Share Market) বন্ধের আগে এক ডলারের (USD) বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম দাঁড়ায় ৭০.৯৪ টাকা। গত কয়েক সপ্তাহের নিরিখে এটা, এক মার্কিন ডলারপিছু ভারতীয় মুদ্রার চতুর্থ দামবৃদ্ধি, দাবি শেয়ার বিশেষজ্ঞদের। বিশ্ববাজারে (Global Market) অপরিশোধিত তেলের মূল্য কমায় এদিন বেড়েছে টাকার দাম, দাবি তাদের। ইরান-মার্কিন উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এই আশঙ্কায় কমছিল তেল রপ্তানিকারী দেশগুলোর মুদ্রার দাম। কিন্তু পারস্য উপসাগরীয় (Gulf Region) অঞ্চলের প্রভাব সেভাবে তেলের (Crude) দামে না পড়ায় ফের বাড়ল টাকার দাম, শুক্রবার এমন যুক্তি খাড়া করলেন শেয়ার বিশেষজ্ঞরা। এই সপ্তাহের শুরুতে কমতে থাকে টাকার মূল্য। সপ্তাহের মাঝামাঝি ৭০.৮৬ টাকা ছিল এক ডলারের বিনিময়ে টাকা। কিন্তু ক্রমশ বিশ্ব বাজারের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এদিন ২৭ পয়সা বেড়ে ৭০.৯৪ টাকা প্রতি ডলারে বন্ধ হয় বাজার।
তবে কেবল ভারতীয় মুদ্রা না, বেড়েছে ইউএস ডলার সূচকও। বিশ্ব বাজারের হিসেবে ০.১২% বেড়ে মার্কিন ডলার মূল্য দাঁড়িয়েছে ৯৭.৫৭। পাশাপাশি ব্যারেলপিছু অপরিশোধিত তেলের দাম ০.০৩% কমে এদিন দাঁড়ায় ৬৫.৩০ মার্কিন ডলার। এ বিষয়ে শেয়ার বাজার বিশেষজ্ঞ যতীন ত্রিবেদী বলেছেন, অপরিশোধিত তেলের দাম কমায় পাল্লা দিয়ে কমেছে ঝুঁকিপূর্ণ সম্পদের দাম। মার্কিন-ইরান সাম্প্রতিক উত্তেজনা প্রশমন এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে। ফলে আগামী কয়েকদিন, এক মার্কিন ডলারপিছু গড়ে ৭১.৩০-৭১.৪৫ টাকা থাকবে ভারতীয় মুদ্রার মূল্য। সেটা বাজেট পেশের দিনকয়েক আগে ডলারপিছু মূল্য ৭১ থেকে নেমে ৭০.৮৫ টাকা হতে পারে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)