தமிழில் படிக்க Read in English
This Article is From Dec 13, 2019

শবরীমালায় প্রবেশে ইচ্ছুক মহিলা কর্মীদের জন্য কোনও নিরাপত্তা নয়: সুপ্রিম কোর্ট

Sabarimala case: "এখানে বহু পুরনো প্রথা চলে আসছে, এখনই আপনাদের পক্ষে আদেশ দেওয়া উচিত নয়", মহিলা কর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বলে সুপ্রিম কোর্ট

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Supreme Court: শবরীমালায় প্রবেশে ইচ্ছুক মহিলা কর্মীদের নিরাপত্তাদানের জন্যে এখনই কেরালা সরকারকে আদেশ দিতে চায় না আদালত

Highlights

  • শবরীমালায় প্রবেশে ইচ্ছুক মহিলা কর্মীদের এখনই নিরাপত্তা নয়. বলল আদালত
  • শবরীমালা নিয়ে করা একটি মামলায় দুই সমাজকর্মীকে ওই কথা বলল সুপ্রিম কোর্ট
  • এই মুহূর্তে উত্তেজক পরিস্থিতি থাকায় ওই আদেশ দেওয়া সম্ভব নয়, বললো আদালত
নয়া দিল্লি:

শবরীমালায় (Sabarimala case) যে মহিলা কর্মীরা প্রবেশ করতে চান তাঁদের নিজের দায়িত্বেই ওই মন্দিরে প্রবেশ করতে হবে, জানাল দেশের শীর্ষ আদালত। শবরীমালায় প্রবেশে ইচ্ছুক কোনও মহিলা সমাজকর্মীদের সুরক্ষা দানের বিষয়ে কেরালা সরকারকে আদেশ দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শবরীমালায় প্রবেশে ইচ্ছুক দুই মহিলার আবেদন করেন তাঁদের বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্যে। সেই আবেদনই খারিজ করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে যে, বিষয়টি বিবেচনার জন্যে বৃহত্তর বেঞ্চের কাছে পাঠানো হয়েছে এবং এখনই নিরাপত্তা দেওয়ার জন্যে কোনও আদেশ পাস করা উপযুক্ত হবে না। "এই মুহূর্তে পরিস্থিতি উত্তেজক অবস্থায় রয়েছে। আমরা কোনও সহিংসতা চাই না", বলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে।

"এটি হাজার বছরের পুরনো একটি প্রচলিত প্রথা। তাই এই মুহূর্তে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে এখনই আপনাদের পক্ষে কোনও আদেশ নেওয়া উচিত নয়। বিষয়টি বিবেচনার অধীনে রইল এবং যদি শেষ পর্যন্ত এই বিষয়ে আপনাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আমরা আপনাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করবো", রেহনা ফাতিমা এবং বিন্দু আম্মানির দায়ের করা একটি আবেদনের জবাবে বলে সুপ্রিম কোর্ট। ওই দুই মহিলা সমাজকর্মী শবরীমালা মন্দিরে প্রবেশের জন্যে নিরাপত্তা পাওয়ার জন্যে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

সব বয়সী মহিলারাই প্রবেশ করতে পারবেন মন্দিরে, বিতর্কের মধ্যেই খুলল শবরীমালা মন্দির

Advertisement

 শবরীমালা মন্দির কোনও আন্দোলন করার জায়গা নয়, ফলে এখানে কোনও আন্দোলন-বিক্ষোভ মেনে নেওয়া হবে না, আগেই জানিয়ে দিল সে রাজ্যের প্রশাসন। পাশাপাশি শবরীমালায় (Sabarimala Temple) যেতে ইচ্ছুক কোনও মহিলা আন্দোলকারী, বা রাজনৈতিক নেত্রীকে কোনও রকম পুলিশি নিরাপত্তা আলাদা করে দেওয়া হবে না, তাও জানিয়েছে সরকার।

এর আগে ২০১৮ সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ওই মন্দিরে সব বয়সের মহিলাদেরই প্রবেশের অনুমতি দেয়। কিন্তু সেই রায় পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। বর্তমানে ওই আবেদন পুনর্বিবেচনা করে দেখার জন্যে ৭ বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। তবে যতক্ষণ না ৭ বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের আগের রায় পর্যালোচনা করছে, ততক্ষণ পর্যন্ত সব বয়সের মহিলাদেরই প্রবেশাধিকার থাকছে শবরীমালায়।

Advertisement

শবরীমালায় ঢুকতে বাধা ১২ বছরের কিশোরীকে, আধারকার্ডে বয়স দেখেই থামাল পুলিশ

গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের পরে মন্দির প্রবেশ নিয়ে বেশ কিছু সহিংস বিক্ষোভ দেখা যায়। এরপরেই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্যে ৬০টিরও বেশি আবেদন জমা পড়ে। আবেদনে যুক্তি দেওয়া হয় যে এই মন্দিরের দেবতা একজন "ব্রহ্মচারী" এবং "শতাব্দী প্রাচীন বিশ্বাস" চালু রয়েছে এখানে যে এই মন্দিরে রজঃস্বলা মহিলারা প্রবেশ করলে ক্ষুব্ধ হবেন আয়াপ্পা দেব। 

Advertisement