শতকের পর শতক ধরে কেরালার এই মন্দিরে প্রবেশ করতে পারতেন না ঋতুমতী মহিলারা।
হাইলাইটস
- সব বয়সের মহিলারাই প্রবেশ করতে পারবেন সবরিমালা মন্দিরে
- এই সুপ্রাচীন মন্দিরে মহিলাদের প্রবেশের উপর বিধি নিষেধ ছিল
- সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিল এখন আর সেই নিয়ম কার্যকর হবে না
নিউ দিল্লি: সব বয়সের মহিলারাই প্রবেশ করতে পারবেন সবরিমালা মন্দিরে। কেরালার এই সুপ্রাচীন মন্দিরে 10 বছর থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত মহিলারা প্রবেশ করতে পারতেন না। কিন্তু সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিল এখন আর সেই নিয়ম কার্যকর হবে না।
প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। তবে বিচারপতি ইন্দু মালহোত্রা ভিন্ন মত পোষণ করেছেন। রায় দিয়ে প্রধান বিচারপতি জানান, ভক্তি কখনও বৈষম্যের উপর ভিত্তি করে গঠিত হতে পারে না । উপাসনার অধিকার সাংবিধানিক। ধার্মিক নিয়ম নারীকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।
শতকের পর শতক ধরে কেরালার এই মন্দিরে প্রবেশ করতে পারতেন না ঋতুমতী মহিলারা। এবার আর সেই নিয়ম বহাল রইল না।