Read in English
This Article is From Jul 15, 2020

''এখনও কংগ্রেসেই আছি, বিজেপি-তে যাইনি'' এনডিটিভিকে জানালেন শচীন পাইলট

Rajasthan Congress Crisis: দলের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারছেন না শচীন পাইলট (Sachin Pilot), তাই ক্রমাগত দল ছাড়ার কথা বলছেন

Advertisement
অল ইন্ডিয়া
নিউ দিল্লি:

Rajasthan Congress Crisis: দলের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারছেন না শচীন পাইলট (Sachin Pilot), তাই ক্রমাগত দল ছাড়ার কথা বলছেন। তবে তাঁর বিজেপি-তে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি আগেও জানিয়েছেন, তিনি বিজেপিতে (Sachin Pilot on joining BJP) যাচ্ছেন না। বুধবারও সেই একই কথা এনডিটিভির কাছে স্বীকার করলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।তাঁর মতে দলের মধ্যে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই বিজেপি-তে যোগদানের কথাটা বারংবার উঠে আসছে। তিনি সরাসরি জানিয়েছেন, ''আমাকে বিজেপি-র সঙ্গে দেখিয়ে, দলের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।''

পাইলট NDTV-কে আরও জানিয়েছেন, ''বিজেপি-তে যোগদানের কোনও পরিকল্পনা আমার নেই। বিজেপি-র সঙ্গে আমার নাম জড়িয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমি এখনও কংগ্রেসেরই সদস্য।'' তিনি আরও বলেন, ''ভবিষ্যতে কী করব, সেটার সিদ্ধান্ত নিতে হবে।আমার মূল উদ্দেশ হল রাজস্থানের মানুষদের সেবা করা।'' 

আগে জানানো হয়েছিল বুধবার সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন শচীন পাইলট। তবে আজ, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন কিছুই হচ্ছে না। 

Advertisement

গত রবিবার দিল্লিতে পৌঁছে ছিলেন শচীন পাইলট। শোনা যায় তাঁর সঙ্গে কয়েকজন বিধায়কও ছিলেন। সেদিনই, তিনি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন এমন গুঞ্জনও ওঠে। বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে তিনি দেখা করেছেন বলে শোনা যায়।তবে পাইলটের খুব কাছের সূত্র থেকে জানা গেছে বিজেপি-তে যোগদানের কোনও ইচ্ছা পাইলটের নেই। 

Advertisement