Read in English
This Article is From Dec 23, 2019

নিজের বাড়িতেই পচাগলা দেহ উদ্ধার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কৃতের

নিজের বাড়ি থেকেই উদ্ধার হল Sahitya Akademi সম্মানে সম্মানিত G Nanjundan-এর পচাগলা দেহ।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে

বেঙ্গালুরু:

নিজের বাড়ি থেকেই উদ্ধার হল Sahitya Akademi সম্মানে সম্মানিত G Nanjundan-এর পচাগলা দেহ। সোমবার সকালে তাঁর Bengaluru-র বাড়ি থেকে দেহ উদ্ধার করল পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ৫৮ বছর বয়সী নানজুনদানের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট আসার পর তদন্তে নামবে প্রশাসন, জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

গণিত দিবসে 'সংখ্যাত্ত্বের জনক' রামানুজন স্মরণে দেশবাসী

২০১২-য় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান নানজুনদান। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে সেখানকার স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক ছিলেন তিনি। বহু জায়গায়তাঁর অসংখ্য লেখা আছে।

Advertisement

Advertisement