ওই মন্তব্য নিয়ে নানা মজাদার মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সইফ আলি খান (Saif Ali Khan) তাঁর অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘তানাজি' নিয়ে বলতে গিয়ে জানিয়েছিলেন, তাঁর ধারণা, এটা দেশের প্রকৃত ইতিহাস নয়। তারপর আরও একধাপ সুর চড়িয়ে তিনি বলেন, "আমার মনে হয় না এটা ইতিহাস। আমার মনে হয় না ব্রিটিশ রাজত্বের আগে ভারতের কোনও অস্তিত্ব ছিল!" ছবিতে যে ‘রাজনীতি' রয়েছে, তা নিয়ে সইফ ভাবিত কিনা, অনুপমা চোপড়ার প্রশ্নের উত্তরে একথা বলেন বলিউড তারকা। ভারতের ইতিহাস নিয়ে তাঁর এহেন মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। ৪৯ বছরের সইফ আলি খানের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিম (Hilarious Memes) তৈরি।
শুরু হয়েছে নতুন হ্যাশট্যাগ— #ThereWasNoConceptOf। সেই হ্যাশট্যাগকে কেন্দ্র করে নানা মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন কয়েকটি মিম:
Click for more
trending news