This Article is From Jan 29, 2020

‘‘নরেন্দ্র স্যারের দ্বারা অনুপ্রাণিত’’: বিজেপিতে যোগ দিলেন Saina Nehwal

২৯ বছরের সাইনা ২৪টি আন্তর্জাতিক খেতাব পেয়েছেন। তিনি ২০০৯ সালে বিশ্বের দু’নম্বর ও ২০১৫ সালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হন। 

‘‘নরেন্দ্র স্যারের দ্বারা অনুপ্রাণিত’’: বিজেপিতে যোগ দিলেন Saina Nehwal

গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন সাইনা নেহওয়াল (ফাইল)

নয়াদিল্লি:

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal) বিজেপিতে (Saina Nehwal To Join BJP) যোগ দিলেন। বুধবারই গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি । সম্ভবত আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে দলের হয়ে প্রচার করতে দেখা যাবে তাঁকে। এদিন বিজেপির উত্তরীয় গলায় সাইনা বলেন, ‘‘আমি দেশের হয়ে পদক জিতেছি। আমি খুবই কঠোর পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী মানুষদের পছন্দ করি। আমি দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য কত কিছু করেছেন। আমি তাঁর সঙ্গে মিলে দেশের হয়ে কিছু করতে চাই। আমি নরেন্দ্র স্যারের থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।'' কেবল সাইনা নয়, তাঁর বোন আবু চন্দ্রাংশু ন‌েহওয়ালও এদিন গেরুয়া শিবিরে যোগ দিলেন। ২৯ বছরের সাইনা ২৪টি আন্তর্জাতিক খেতাব পেয়েছেন। তিনি ২০০৯ সালে বিশ্বের দু'নম্বর ও ২০১৫ সালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হন। তাঁর ফ্যানের সংখ্যা বিপুল। রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী এই তারকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইট করার পর থেকেই গেরুয়া শিবিরে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়।

তাঁর একটি টুইট বিতর্কিত হয়। গত বছর প্রধানমন্ত্রীর বক্তৃতার সঙ্গে মিলে গিয়েছিল তাঁর সেই টুইটের বয়ান। সাইনাকে ট্রোল করা শুরু হয় দুই টুইটের স্ক্রিনশট মিলিয়ে।

দিওয়ালির পরে নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছিলেন সাইনা। হ্যাশট্যাগ দিয়েছিলেন #bharatkilaxmi।

গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক ক্রীড়া তারকা। তাঁদের অন্যতম ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি নির্বাচনে জিতে এখন সাংসদ। এছাড়াও হরিয়ানার নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুশীল কুমার, ববিতা ফোগতের মতো তারকা কুস্তিগিররা। যোগ দেন প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংহ। সন্দীপ নির্বাচনে জিতে মন্ত্রিত্বও পান।

.