চার দশক ধরে কংগ্রেসে ছিলেন সজ্জন কুমার
নিউ দিল্লি: দিল্লির একটি আদালতে আত্মসমর্পণন করলেন শিখ নিধনে সাজাপ্রাপ্ত সজ্জন কুমার।১৯৮৪-এর শিখ নিধনে যুক্ত থাকায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়।১৯৮৪ সালের ১ নভেম্বর রাজনগরের একই পরিবারের ৫ জনকে হত্যা করা এবং একটি গুরুদ্বারে অগ্নিসংযোগ করায় তাঁকে সাজা দেয় আদালত।
পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে মিটমাট এবং সমাধান করা পর্যন্ত সময় চেয়ে আদালতের কাছে আবেদন জানান সজ্জন কুমার।৩১ ডিসেম্বরের পর আরও এক মাস সময় চেয়ে আদালতে আর্জি জানান তিনি। যদিও সেই আবেদন খারিজ দেয় আদালত।রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সজ্জন কুমার।
তিন তালাক বিল ঘিরে হট্টোগোল, মুলতবি হয়ে গেল রাজ্যসভা , 10টি তথ্য
চারদশক ধরে কংগ্রেসে ছিলেন সজ্জন কুমার। তবে শিখ নিধনে যুক্ত থাকায় তাঁর থেকে দূরত্ব তৈরি করেছিল দল।১৯৮৪-এর ৩১ অক্টোবর দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।পরের ৪ দিনে ৩ মানুষের মৃত্যু হয়।