Read in English
This Article is From Jul 11, 2018

দক্ষিণ দিল্লির সাকেত থেকে উদ্ধার হল পরিচারকের ঝুলন্ত দেহ

রাহুলের ভাই নীতিশ অভিযোগ করেছেন, এটি একটি ঠাণ্ডামাথার খুনের ঘটনা। এর সঙ্গে আত্মহত্যার কোনও সম্পর্ক নেই

Advertisement
অল ইন্ডিয়া

পুলিশের সন্দেহ এটা নিছক আত্মহত্যার ঘটনা (প্রতিনিধিত্বমূলক)

নিউ দিল্লি:

দক্ষিণ দিল্লিতে ফের একটি রহস্যজনক মৃত্যু। দক্ষিণ দিল্লির সাকেতের একটি বাড়িতে পরিচারকদের থাকার ঘর থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

মৃতের নাম রাহুল। তিনি দক্ষিণ দিল্লির ওই বাড়িটিতে রান্নার লোক হিসাবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, যে ঘরে থাকতেন রাহুল, সেই ঘর থেকেই সোমবার ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।

রাহুলের ভাই নীতিশ অভিযোগ করেছেন, এটি একটি ঠাণ্ডামাথার খুনের ঘটনা। এর সঙ্গে আত্মহত্যার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, সাকেতের ডি ব্লক অঞ্চলের একটি বাড়িতে মাত্র হপ্তাখানেক আগেই কাজে যোগ দেন রাহুল। অনীশ নামের কেউ ওই বাড়ির মালিক বলেও জানান তিনি।

যদিও, এখনও পর্যন্ত ঘটনাপ্রবাহ যা, তা দেখে পুলিশের সন্দেহ, এটি একটি আত্মহত্যার ঘটনা।

Advertisement

এই ঘটনায় ক্রুদ্ধ প্রতিবেশিরা মেহরউলির বদরপুরে নিরপেক্ষ তদন্তের দাবিতে সোচ্চার হন।
 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement