Read in English
This Article is From Jun 15, 2018

সলমান খান সমেত পাঁচ বলিউড তারকার বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার প্রতারণার অভিযোগ উঠল

দা ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ, বলিউড শিল্পী এবং তাদের এজেন্ট ম্যাট্রিক্স ইন্ডিয়া এন্টারটাইনমেন্ট কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড এবং ইয়াশরাজ ফিল্মস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ‘চুক্তি অবমাননা’-র অভিযোগ দায়ের করেছে।

Advertisement
অল ইন্ডিয়া

অভিযোগ উঠেছে 2013 সালে একটা কন্সার্টের জন্য তাদের ভাড়া করা হয়েছিল (ফাইল চিত্র)

ওয়াশিংটন:

সুপারস্টার সলমান খান সমেত একঝাঁক বলিউড শিল্পী- ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহা, রণবীর সিং, প্রভু দেবা প্রমুখের বিরুদ্ধে এক ইন্ডিয়ান-আমেরিকান প্রোমোটার ইউএস-এ একটা কন্সার্টের জন্য টাকা নিয়েও পারফর্ম না করার অভিযোগ দায়ের করেছেন।

দা ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ, বলিউড শিল্পী এবং তাদের এজেন্ট ম্যাট্রিক্স ইন্ডিয়া এন্টারটাইনমেন্ট কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড এবং ইয়াশরাজ ফিল্মস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ‘চুক্তি অবমাননা’-র অভিযোগ দায়ের করেছে।

সেই অভিযোগ অনুসারে, ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ 2013 সালের পয়লা সেপ্টেম্বর আয়োজিত ‘সেলিব্রেটিং 100 ইয়ার্স অফ ইন্ডিয়ান সিনেমা’ নামক কন্সার্টে লাইভ পারফর্মেন্সের জন্য এই শিল্পীদের ভাড়া করেছিল।

Advertisement
রাজস্থান মামলার আইনি জটিলতায় সলমান খান ভারত ছাড়তে সক্ষম না হওয়ায় শো বাতিল করা হয়। ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ এই অনুষ্ঠানের দিন পিছিয়ে দেওয়ার কথাও জানিয়েছিল, তাদের আইনজীবিরা জানিয়েছেন।

তাদের আইনজীবিদের বক্তব্য অনুসারে, ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ সম্প্রতি বুঝতে পেরেছে সলমান খান সমেত অন্যান্য শিল্পীরা তাদের প্রতিশ্রুতি রাখেনি এবং টাকাও ফেরত দেয়নি। আইনজীবিরা একথাও জানিয়েছে ওই শিল্পীরা অন্য প্রোমোটারের সঙ্গে কাজ করছে।

Advertisement
“মিস্টার খান, তাঁর এজেন্ট এবং অন্যান্য শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না”, এই গ্রুপ জানিয়েছে কমপক্ষে এক মিলিয়ন ইউএসডি ক্ষতি হয়েছে।

অভিযোগ অনুসারে, ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ সলমান খানকে পয়লা জুলাই শিকাগোর সেয়ারস সেন্টারে আয়োজিত কন্সার্টের জন্য দুই লক্ষ ইউএসডি-র বেশী অগ্রিম পেমেন্ট দেওয়া হয়েছিল।

Advertisement
ক্যাটরিনা কাইফকে চল্লিশ হাজার ইউএসডি এবং সোনাক্ষি সিনহাকে ছত্রিশ হাজার ইউএসডি পেমেন্ট করা হয়েছিল। কোনও টাকাই ফেরত পাওয়া যায়নি বলে তারা দাবী করেছে।

শিকাগো বেসড ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপের আইনজীবীরা গত জুন মাসের দশ তারিখে ইলিনসে উত্তরের জেলা আদালতের পূর্ব ডিভিশনে ডিস্ট্রিক্ট বিচারপতি শারন জনসন কোলম্যানের অধিনে এই মামলা দায়ের করেছে।  

Advertisement
এই বলিউড তারকারা ছাড়াও এই প্রোমোটার সুপারস্টার অক্ষয় কুমার, গায়ক উদিত নারায়ণ, অলকা ইয়াগ্নিক এবং ঊষা মঙ্গেশকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
 

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement