Read in English
This Article is From Mar 04, 2019

দিল্লি পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস চালু করল পাকিস্তান

রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, ১৫০ যাত্রী নিয়ে লাহোর স্টেশন থেকে ভারতের উদ্দ্যেশ্যে যাত্রা করেছে সমঝোতা এক্সপ্রেস।

Advertisement
অল ইন্ডিয়া

দিল্লি থেকে প্রতি বুধবার এবং রবিবার ছাড়ে সমঝোতা এক্সপ্রেস।

লাহোর:

দুই দেশের মধ্যে উত্তেজনার পর সোমবার লাহোর থেকে নয়াদিল্লি, সমঝোতা এক্সপ্রেস আবার চালু করল পাকিস্তান। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার লাহোর থেকে ছাড়ে ট্রেন টি।

রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, ১৫০ যাত্রী নিয়ে লাহোর স্টেশন থেকে ভারতের উদ্দ্যেশ্যে যাত্রা করেছে সমঝোতা এক্সপ্রেস।

নয়াদিল্লিতে রেল আধিকারিকরা শনিবার ঘোষণা করেন. পরিষেবা চালু করতে রাজ হয়েছে দুই দেশ।২৮ ফেব্রুয়ারি পরিষেবা বাতিল করে দেয় ভারত।

কতজন মানুষ মারা গেছে, তা গুনতে পারে না বায়ুসেনা, বালাকোট বিমানহানা নিয়ে জানালেন বায়ুসেনা প্রধান

Advertisement

দিল্লি থেকে প্রতি বুধবার এবং রবিবার ছাড়ে ট্রেনটি।

পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ট্রেনটি বাতিল করে দেয় পাকিস্তান।

Advertisement

পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ পুলওয়ামায় হামলা চালানোর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

জইশ প্রধান মাসুদ আজাহারের মৃত্যু হয়নি বলে দাবি করল পাক সংবাদ মাধ্যম

Advertisement

এগ্রিমেন্ট অর্থাৎ বাংলায় চুক্তি থেকে সমঝোতা কথাটি এসেছে, ট্রেনটিতে রয়েছে ৬ টি স্লিপার এবং একটি এসি থ্রি-টায়ার কোচ।

দুই দেশের মধ্যে ১৯৭১ সালে যুদ্ধের পর সিমলা চুক্তির আওতায় ১৯৭৬ সালের ২২ জুলাই ট্রেনটির যাত্রা শুরু হয়।

Advertisement

ভারতের মধ্যে ট্রেনটি যায় দিল্লি থেকে আট্টারি পর্যন্ত, পাকিস্তানের অংশে ট্রেনটি লাহোর থেকে ওয়াঘা পর্যন্ত চলে।

Advertisement