কলকাতা: আঠারো বছর বয়স ভয়ঙ্কর,
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি...
আজ (Birthday) দুঃসাহসী বয়সের সেই সংখ্যা ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা (Sana)। দেখতে দেখতে মেয়ে প্রাপ্তবয়স্ক। বাবা উপহারে ভরিয়ে দেবেন অবশ্যই। সঙ্গে থাকবে অ-নে-ক আদর। বুকভরা আশীর্বাদ। সেই সঙ্গে চোরা দুঃখ কি স্বল্পক্ষণের জন্যেও তিরতিরে কাঁপন জাগাবে না বাবার বুকে? সোহাগে-শাসনে তিলতিল করে বড় করলেন যাঁকে একসময় তাকেই তো পাঠাতে হবে ঘরে-বরে! আপাতত সেসব সরিয়ে মেয়ে-বাবা আনন্দে মেতেছেন একে অন্যকে জড়িয়ে। সেই ছবি শেয়ারও করেছেন সৌরভ (Sourav Ganguly) ইনস্টাগ্রামে। যা দেখে আপনার মনে পরতেই পারে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের সেই কালজয়ী গান 'আয় খুকু আয়'। দেখুন সেই পোস্ট:
বরাবরই সানা সৌরভ-ঘেঁষা। বাবাও চোখে হারান মেয়েকে। মা ডোনা গাঙ্গুলির কাছে ওড়িশি নাচ শিখলেও মেয়ের যত আদর, আবদার বাবার কাছেই। বাবাও তাই সময় পেলেই সেলফি তোলায় মাতেন মেয়েকে নিয়ে। জন্মদিনে সেই ছবিও শেয়ার করেছেন সৌরভ।
কলকাতার একটি নামী গয়না প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনেও মুখ দেখিয়েছিলেন মেয়ে-বাবা মিলে। রানি রঙা শাড়ি, গয়নায় কিশোর সানা সেদিন তারুণ্যের আভায় ঝলমলিয়ে উঠেছিলেন। আজও কি জন্মদিন উৎযাপনে এভাবেই সাজবেন সানা?