গতবছর স্যানিটারি ন্যাপকিনের ওপর 12 শতাংশ ট্যাক্স আরোপ করা হয়েছিল।
নিউ দিল্লী: জিএসটি কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার জানালেন, স্যানিটারি ন্যাপকিনে আরোপিত জিএসটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতবছর জিএসটি চালু হওয়ার পর থেকে স্যানিটারি ন্যাপকিনে 12 শতাংশ ট্যাক্স ধার্য করা হয়, যার ফলে গভীর সমালচনার ঝড় ওঠে চতুর্দিকে।
জিএসটি কাউন্সিলের সঙ্গে 28 তম বৈঠকের পর মন্ত্রী জানান, স্যানিটারি ন্যাপকিন ছাড়াও বাঁশের ওপরে ধার্য 12 শতাংশ ট্যাক্সও বাতিল করা হয়েছে।
অর্থাৎ, স্যানিটারি ন্যাপকিন কেনার সময় এবার থেকে আর কোনও ট্যাক্স দিতে হবে না। কিন্তু স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতির ওপর আরোপিত ট্যাক্স এখনও বাতিল করা হয়নি।
এছাড়াও আশা করা হচ্ছে ভেন্ডিং মেশিন, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং অন্যান্য জিনিসের ওপর আরোপিত ট্যাক্সের হারে বদল আনতে চলেছে কাউন্সিল।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)