ত্রিশলা দত্ত (Trishala Dutt) দাদুর (Sunil Dutt) সঙ্গে ছবি শেয়ার করেছেন।
হাইলাইটস
- দাদুর সঙ্গে ছবি শেয়ার করলেন সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা
- ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
- ছবিতে কমেন্ট করেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা শর্মাও
নয়াদিল্লি: বাবা, ঠাকুর্দা, ঠাকুমা সকলেই চলচ্চিত্র জগতে কিংবদন্তি। কিন্তু তিনি, সঞ্জয় দত্তের (Sanjay Dutt) কন্যা ত্রিশলা দত্তের (Trishala Dutt) অবস্থান রুপোলি জগৎ থেকে বহু দূরে। তবুও তিনি হামেশাই রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় সুনীল দত্ত-নার্গিসের নাতনি। সম্প্রতি ত্রিশলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর ছোটবেলার একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ঠাকুর্দা সুনীল দত্তকে। সেই ছবি ও তার ক্যাপশন থেকে পরিষ্কার, ছবিটি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ত্রিশলা।
মালদ্বীপে সমুদ্রের জলে গা ডুবিয়ে "নীল ছবি" শেয়ার করলেন Parineeti Chopra
সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও ((Manyata Dutt) ) কমেন্ট করেছেন ছবির নীচে। তাঁর কমেন্ট নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিটি শেয়ার করে ত্রিশলা লেখেন, ‘‘মূল্যবান। দাদু।'' ছবিটি সোশ্যাল মিডিয়ায় অনেকেরই নজর কেড়েছে। অনেকেই মুগ্ধ হয়ে কমেন্ট করেছেন ছবির নীচে। কিন্তু এরই মধ্যে আলাদা করে নজর কাড়ে মান্যতার কমেন্টটি।
নিজের ব্যবহারের জন্যই সমালোচিত Ranu Mondal! কী জানালেন হিমেশ?
মান্যতা হার্ট শেপ (হৃদয় আকৃতির) ইমোজি পোস্ট করেন কমেন্টে।
কয়েক দিন আগে মা রিচা শর্মার ছবিও শেয়ার করেছিলেন ত্রিশলা।
ফ্যাশন দুনিয়ায় এখন ভাগ্যান্বেষণ করছেন ত্রিশলা। নিউ ইয়র্কের জন জে কলেজ থেকে আইনে স্নাতক ত্রিশলার জন্ম ১৯৮৮ সালে। মায়ের মৃত্যুর পর থেকে তিনি মাসির সঙ্গে নিউইয়র্কে থাকেন।