This Article is From Oct 04, 2019

দূষণ সচেতনতা বাড়াতে অভিনব থিম সন্তোষপুর লেক পল্লি কমিটির

Durga Puja 2019: সন্তোষপুর লেক পল্লি কমিটি (Santoshpur Lake Pally) এবার তাদের দুর্গাপুজোর মণ্ডপে তুলে ধরেছে দূষণের সমস্যা।

দূষণ সচেতনতা বাড়াতে অভিনব থিম সন্তোষপুর লেক পল্লি কমিটির

Durga Puja 2019: কলকাতাসহ রাজ্যের বহু পুজোতেই মাতৃ আরাধনার পাশাপাশি দেখা মিলেছে অভিনব থিমের।

দুর্গাপুজোয় (Durga Puja) থিমের রমরমা, তাও বেশ দীর্ঘ সময় ধরেই চলছে। কলকাতার পাশাপাশি জেলার পুজোতেও বহু রকম থিমের দেখা মেলে। মাতৃ আরাধনার সমান্তরালে নানা নান্দনিক, সামাজিক দিক উঠে আসে সেই সব মণ্ডপসজ্জায়। সন্তোষপুর লেক পল্লি কমিটি (Santoshpur Lake Pally) এবার তাদের দুর্গাপুজোর মণ্ডপে তুলে ধরেছে দূষণের সমস্যা। সে সম্পর্কে মানুষকে সচেতন করতেই তৈরি করা হয়েছে এবারের পুজোমণ্ডপ। মণ্ডপের দু'টি অংশ। এক অংশে রয়েছে পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল, মশার কয়েল এবং বাজি। অন্যদিকে এয়ার কন্ডিশনার ও লাউডস্পিকার দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।

9028teto

Durga Puja 2019: পুজোয় অমৃতসরের স্বর্ণমন্দির দেখতে আসুন ভবানীপুর ২২ পল্লি

পুজোর এক উদ্যোক্তা কৌস্তভ দাস সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘আমাদের আইডিয়াকে গড়ে একটা চেহারা দিতে ছ'মাস লেগেছে। আমাদের চারপাশে তাকিয়ে দেখে এবং তা থেকে আমাদের স্বাস্থ্যের কতটা ক্ষতি হচ্ছে তা দেখে আমাদেক মনে হয়েছিল এই থিম করা যেতে পারে মানুষকে দূষণ সম্পর্কে সচেতন করে তুলতে।''

hmc48tto

শিলিগুড়ির এক পুজো কমিটি আবার তাদের পুজোর মণ্ডপ নির্মাণ করেছে জল সংরক্ষণের উপরে ভিত্তি করে।

Durga Puja 2019: জগৎ মুখার্জি পার্কের পুজো উদ্বোধনে জুহি চাওলা, দেখুন ছবি

তারা বিভিন্ন শিল্পকর্ম, যার মধ্যে ছবিও রয়েছে, তার সাহায্যে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে মণ্ডপসজ্জায়।

k4573p3

দেখুন ভিডিও

.