This Article is From Oct 24, 2019

সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে শোভন-বৈশাখী

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI অফিসে আসেন।

সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে শোভন-বৈশাখী

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এর আগেও এই কেলেঙ্কারির মামলায় বেশ কয়েকবারই জিজ্ঞাসাবাদ করেছিল CBI

কলকাতা:

তৃণমূলের প্রাক্তন নেতা শোভন চট্টোপাধ্যায়কে (Former TMC leader Sovan Chatterjee) সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করল CBI। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সিবিআই বহু কোটি টাকার সারদা কেলেঙ্কারির (Saradha scam) বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে ডেকে পাঠায় বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা।

মুকুল ও কৈলাশ বিজয়বর্গীয় 'চক্রান্ত' করছে, সুপ্রিম কোর্টে নালিশ রাজীব কুমারের

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) নিয়ে সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI অফিসে আসেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

এখনও পর্যন্ত বিজেপি ছাড়ছেন না শোভন চট্টোপাধ্যায়, জানালেন মুকুল রায়

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এর আগেও এই কেলেঙ্কারির মামলায় তদন্তকারী সংস্থাটি বেশ কয়েকবারই জিজ্ঞাসাবাদ করেছিল।

সুপ্রিম কোর্ট এই চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের নির্দেশ দেয় এবং ২০১৪ সালে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.