সারদা কাণ্ডে তদন্তের জন্য রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল তাতে ছিলেন রাজীব কুমার।
কলকাতা: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajeev Kumar) গ্রেফতারির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার সারদা কাণ্ডে (Saradha scam) জড়িত থাকার অভিযোগ রয়েছে রাজীবের উপরে। সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার জন্য তাঁকে নোটিস পাঠানো আটকাতেও আদালতে আপিল করেছিলেন রাজীব। সেই আবেদনও নাকচ করে দিয়েছে আদালত। এই মুহূর্তে সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদে রয়েছেন রাজীব। সারদা মামলায় তিনি সিটের সদস্য ছিলেন। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে ওই তদন্তভার ন্যস্ত করে। তার আগে তদন্তের জন্য রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল তাতে ছিলেন রাজীব।
২৫০০ কোটি টাকার কেলেঙ্কারি সারদা কাণ্ড। বহু মানুষ এই চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়ে সর্বস্বান্ত হন।