This Article is From Oct 03, 2018

সারদা কাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান

সিবিআইয়ের তদন্তকারীদের কাছে হাজিরা দিলেন সারদা কাণ্ডে গঠিত  রাজ্য পুলিশের সিটের এক সদস্য।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • পল্লবকান্তি ঘোষ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসে যান
  • সারদা কাণ্ডের তদন্ত ভার একটা সময় ছিল রাজ্য পুলিশের সিটের হাতে
  • সুপ্রিম কোর্টের নির্দেশ তদন্তভার হাতে নেয় সিবিআই
কলকাতা:

সিবিআইয়ের তদন্তকারীদের কাছে হাজিরা দিলেন সারদা কাণ্ডে গঠিত  রাজ্য পুলিশের সিটের এক সদস্য। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পল্লবকান্তি ঘোষ বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসে গিয়ে তদন্তকারীদের সঙ্গে  দেখা করেন। ঘটনার সময় তিনি ছিলেন কলকাতা  পুলিশের এই প্রাক্তন গোয়েন্দা প্রধান । 2013 সালে প্রকাশ্যে আসা  সারদা কাণ্ডের তদন্ত ভার একটা সময় ছিল রাজ্য পুলিশের সিটের হাতে। পরে গত লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ  তদন্তভার হাতে নেয় সিবিআই। এরপর তদন্ত শুরু করে সিটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই তালিকায় পল্লবকান্তি ঘোষ ছাড়াও ছিলেন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার। আরও ছিলেন কলকাতা পুলিশের বর্তমান স্পেশাল সিপি ওয়ান বিনিত গোয়েল।  সারদা  তদন্তে গঠিত সিটের প্রধান ছিলন তৎকালীন বিধানগরের পুলিশ কমিশনার রাজীব কুমার।

এর আগেও জিজ্ঞাসাবাদের চেষ্টা চালায় সিবিআই। সে সময় তা হয়ে ওঠেনি। পরে অগাস্ট মাসের 21 এবং25 তারিখ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে  চিঠি লিখে এই ফের জিজজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করে  সিবিআই। তার পর এদিন হাজিরা দিলেন এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। বকিরাও একই পথে হাঁটেন কিনা সেটাই  এখন দেখার  বিষয়। বছর পাঁচেক আগে  প্রকাশ্যে আসে এই সারদাকাণ্ড। তদন্ত শুরু  করে বেস কয়েকজনকে জেরা করে সিবিআই। গ্রেফতারও হন বেশ কয়েকজন। তাছাড়া সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তাঁর একদা  ছায়াসঙ্গী দেবযানি মুখোপাধ্যায় এখনও জেলে রয়েছেন। তাঁদের গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে তদন্ত ভার  নিয়ে তাঁদেরও হেফাজতে নেয় কেদ্রীয় গোয়েন্দা সংস্থা।                                          



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement