This Article is From Jan 29, 2020

১০ বছরে পা দিল বাগদেবীর আরাধনা! দেখুন রাজ শুভশ্রীর সরস্বতী পুজোর ঝলক

নিজের অফিসেই বাগদেবীর আরাধনা সেরেছেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রীকে নিয়ে আরতিও করেছেন ভক্তিভরে।

১০ বছরে পা দিল বাগদেবীর আরাধনা! দেখুন রাজ শুভশ্রীর সরস্বতী পুজোর ঝলক
কলকাতা:

সরস্বতী পুজো মানেই ঘরোয়া আয়োজনে যত্ন আর ভক্তিভরে দেবীর আরাধনা। শুধু তো স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান নয়, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ছোট থেকে মাঝারি, বড়, মেজো সমস্ত আকারের প্রতিমা, আলপনা, আর খিচুড়িতে সরস্বতী আরাধনা আসলে প্রাণেরই উদযাপন। আর সমস্ত উৎসবের মতো এই উদযাপনেও সামিল হয়েছেন তারকারা। তবে বাড়ি বা স্কুল নয়, পাড়াও নয়, নিজের অফিসেই বাগদেবীর আরাধনা সেরেছেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রীকে নিয়ে আরতিও করেছেন ভক্তিভরে। ১০ বছর ধরে নিজের অফিসে পুজোর আয়োজন করেন পরিচালক। ২০২০ সালে এই পুজো ১০ বছরে পা দিল। ফলত আয়োজনও ছিল নজর কাড়া। সব মিলিয়ে রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট অফিস বুধবার ছিল সরগরম। নিজের অফিসের পুজোর ভিডিও ফেসবুকেও শেয়ার করেছেন এই চলচ্চিত্র পরিচালক। দেখে নিন সেই ভিডিও;

সাবেকি মুখের প্রতিমাকে ঘিরে প্রসাদ, ভোগ অর্ঘ্য সবেরই আয়োজন ছিল। সোনালি শাড়ি, লাল ব্লাউজে স্নিগ্ধ সাজে ধুপ জ্বালিয়ে পুজো করতে দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রীকে। তবে শুধু তিনিই নন, প্রদীপ হাতে বিদ্যা ও নান্দনিকতার দেবী সরস্বতীর আরাধনা করেছেন রাজ চক্রবর্তীও। সাদা পাঞ্জাবী আর জিন্সে আরতি করেছেন রাজ। আরতির পরে প্রদীপ নিয়ে পৌঁছে গিয়েছেন অতিথিদের কাছেও।    

.