ISRO মোট ৮৬ টি পদে নিয়োগ করতে চলেছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, ২০১৯।
নয়া দিল্লি: ISRO Recruitment 2019: সরকারি চাকরির সন্ধান করছেন যাঁরা তাঁদের জন্যে সুখবর। টেকনিশিয়ান এবং অন্যান্য পদে লোক নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। ইসরো মোট ৮৬ টি পদে নিয়োগ (ISRO Recruitment 2019) করবে। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ আগামিকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর, ২০১৯। আগ্রহীরা ইসরোর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। শূন্যপদ (ISRO Recruitment) সম্পর্কিত আরও তথ্য নিচে দেওয়া হল।
পদের নাম এবং শূন্য়পদের সংখ্য়া
ফিটার - ২০ টি পদ
ইলেকট্রিশিয়ন মেকানিক - ১৫ টি পদ
প্লাম্বার - ২ টি পদ
ওয়েল্ডার - ০১ পদ
মেকানিস্ট- ০১ পদ
ড্রাফটম্যান বি - ১২ টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট- ৩৫ টি পদ
যোগ্যতা
টেকনিশিয়ান / ড্রাফটম্যান পদে আবেদনের জন্য প্রার্থীকে দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও, প্রাসঙ্গিক বিষয়ে আইটিআই / এমটিসি / এমএসি-র সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদের জন্য, প্রার্থীর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। যোগ্যতার বিষয়ে আরও তথ্যের জন্য, সরকারি বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা
প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। বয়স ১৩ সেপ্টেম্বর ২০১৯ অনুযায়ী গণনা করা হবে।
এই ভিত্তিতে বাছাই করা হবে
লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
বেতন
টেকনিশিয়ান / ড্রাফটম্যান - 21,700 /-
টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট- ৪৪,৯০০/-
কীভাবে আবেদন করবেন
আগ্রহীরা ইসরো-র ওয়েবসাইট www.isro.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলির জন্য এখানে ক্লিক করুন।
তাহলে আর দেরি না করে করে ফেলুন আবেদন, আগামিকাল অর্থাৎ শুক্রবারই কিন্তু এই আবেদন করার শেষ দিন।