This Article is From Jun 19, 2018

অসমের এটিএমের 12 লক্ষ টাকা ধ্বংস করে দিলো ইঁদুরের দল!

এই মুহূর্তে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে

Advertisement
অফবিট

সকলে এই ঘটনা দেখেই চমকে উঠছে আর একটাই কথা বলছে, কি করে এটা সম্ভব?

নিউ দিল্লি: এই এক আজব ঘটনায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড়। কারণ অসমের একটি এটিএমের প্রায় 12 লক্ষ টাকা কুটি কুটি করে নষ্ট করে দিয়েছে গণেশের বাহন। হ্যাঁ একটা ইঁদুরের দল অসমের তিনসুকিয়া জেলার একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই ক্ষমাহীন অপরাধটি করেছে। আর সেই ক্ষত বিক্ষত টাকার ধ্বংসাবশেষের ছবি টুইটারে আসার পর থেকেই সেটা এখন ভাইরাল হয়েছে সর্বত্র। সকলে এই ঘটনা দেখেই চমকে উঠছে আর একটাই কথা বলছে, কি করে এটা সম্ভব?


ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত 20ই মে স্টেট ব্যাঙ্কের লাইপুরের এটিএম থেকে টাকা পাওয়া যাচ্ছে, আর হিন্দু রিপোর্ট অনুযায়ী, তার আগের দিনই নিরাপত্তা সংস্থা একসাথে  500 এবং 2,000 টাকার নোট সমেত প্রায়  29.48  লক্ষ টাকা মেশিনে প্রদান করে। 

11ই জুন প্রযুক্তি দল এটিএম খারাপ হওয়ার খবর পেয়ে ঠিক করতে এসে দেখে,  যে সেখানে 500 এবং 2,000 টাকার নোট সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে গেছে। প্রায় 12,38,000 টাকা সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে নষ্ট হয়েছে। আর সেখান থেকে মাত্র 17.10 লক্ষ টাকা সুরক্ষিত রূপে উদ্ধার হয়েছে।

Advertisement

স্থানীয় সাংবাদিক নন্দন প্রথম শর্মা বরদলৈ একটি ভিডিও পোস্ট করেছেন, যেটাকে অনেকেই সেই এটিএম-এর ভিডিও বলে বিশ্বাস করছে। আর সেখানেই দেখা যাচ্ছে ধ্বংস করা টাকার পাহাড়ের মধ্যেই মৃত ইঁদুর পড়ে আছে। 

 
আর এই ভাইরাল ভিডিও দেখে HDFC BANK যদি টুইট করতে বাধ্য হয়।  তারা টুইট করে জানায় এই ঘটনাটাই ঘটেছে অন্য ব্যাঙ্কের এটিএমে।

Advertisement
 
তিনসুকিয়া জেলার সুপারিটেন্ডেন্ট পুলিশ মুগ্ধজ্যোতি মহান্ত জানিয়েছে 11ই জুন কলকাতা থেকে প্রযুক্তি টিম যখন এটিএম ঠিক করার জন্য আসে তারা দেখতে পায় সেখানে টাকা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে।  আর সেখানে কিছু মরা ইঁদুরও উদ্ধার হয়। দি হিন্দুকে শ্রী মহান্ত ঠিক এটাই জানিয়েছেন।

এই মুহূর্তে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 
Advertisement