This Article is From Mar 31, 2020

করোনা মোকাবিলায় দু’দিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দান এসবিআইয়ের সমস্ত কর্মীদের

গত সপ্তাহে এসবিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষের বার্ষিক লভ্যাংশের ০.২৫ শতাংশ দান করা হবে তহবিলে।

করোনা মোকাবিলায় দু’দিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দান এসবিআইয়ের সমস্ত কর্মীদের

এর ফলে প্রধানমন্ত্রী তহবিলে ১০০ কোটি টাকা জমা পড়বে।

হাইলাইটস

  • প্রধানমন্ত্রীর তহবিলে দু’দিনের বেতন দান এসবিআইয়ের সমস্ত কর্মীদের
  • এর ফলে ওই তহবিলে জমা পড়বে ১০০ কোটি টাকা
  • করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকরা ওই তহবিল গঠন করেছে

করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্গে লড়াইয়ে ভারত তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কর্মীরা প্রত্যেকে তাঁদের দু'দিনের বেতন দান করলেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে (PM Cares Fund)। এসবিআইয়ের তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে,এর ফলে প্রধানমন্ত্রীর তহবিল ‘পিএম কেয়ার্স ফান্ড'-এ ১০০ কোটি টাকা জমা পড়বে। করোনা মোকাবিলায় ওই তহবিল গঠন করা হয়েছে। গত সপ্তাহে এসবিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষের বার্ষিক লভ্যাংশের ০.২৫ শতাংশ দান করা হবে তহবিলে।

এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার জানাচ্ছেন, ‘‘এটা অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের সমস্ত কর্মীরা স্বেচ্ছায় এগিয়ে এসে তাঁদের দু'দিনের বেতন তুলে দিচ্ছেন ‘পিএম কেয়ার্স ফান্ড'-এ।' কোভিড-১৯-এর সঙ্গে লড়তে আমাদের সকলকে এবার একসঙ্গে এগিয়ে আসতে হবে।!

তিনি আরও বলেন, ‘‘এই অতিমারীর মোকাবিলায় আমরা সবাই সরকারকে সব রকম সাহায্য করতে প্রস্তুত।''

এসবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সঙ্কটের সময় তাদের সমস্ত গ্রাহকদের সম্ভাব্য সেরা পরিষেবা দিতে প্রস্তুত এসবিআই।
 

.