This Article is From Aug 03, 2018

সারদা কান্ডে নলিনী চিদম্বরমের ওপরে জোর খাটানোর জন্য ইডিকে ধমক শীর্ষ আদালতের

গত 10  জুলাই  সারদা মামলায় ইডি’র সমনের বিরুদ্ধে নলিনী চিদম্বরমের আবেদন খারিজ করে দিয়েছিল মাদ্রাজ  হাইকোর্ট

সারদা কান্ডে নলিনী চিদম্বরমের ওপরে জোর খাটানোর জন্য ইডিকে ধমক শীর্ষ আদালতের

গত  10  জুলাই  সারদা মামলায় ইডি’র সমনের বিরুদ্ধে নলিনী চিদম্বরমের আবেদন খারিজ করে দিয়েছিল মাদ্রাজ  হাইকোর্ট।

নিউ দিল্লি:

সারদা কেলেঙ্কারী মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে  কোনও বলপূর্বক পদক্ষেপ গ্রহণ করতে ইডি’কে বারণ করে দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি এ কে সিক্রি এবং অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ ইডির জোরজবরদস্তি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে চ্যালেঞ্জ করা নলিনী চিদম্বরমের  পিটিশন নিয়েও জবাবদিহি চাইল ইডির কাছে। গত  10  জুলাই  সারদা মামলায় ইডি’র সমনের বিরুদ্ধে নলিনী চিদম্বরমের আবেদন খারিজ করে দিয়েছিল মাদ্রাজ  হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ।

হাইকোর্ট জানিয়েছিল, অর্থ জালিয়াতি প্রতিরোধ আইনের ধারা 50 (2) অনুযায়ী, কোনও বিশেষ মামলায় কাারও বিরুদ্ধে সমন জারি করার জন্য তাঁর বিপক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকতেই হবে। নলিনী চিদম্বরম বলেছিলেন, সিআরপিসির  160 ধারা অনুসারে, কোনও মহিলাকেই তাঁর বাসস্থানের বাইরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যায় না। সেই দাবিও খারিজ  করে দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট।  এবং, তাকে বলা হয়েছিল, আইনের ধারাকে প্রভাবিত করার বা পাল্টে দেওয়ার কোনও অধিকার নেই তাঁর।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.