আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
হাইলাইটস
- সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী
- দেশের তাদের শাসনের মেয়াদ শেষ হয়েছে বিজেপিকে কটাক্ষ মমতার
- আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে এটা মানুষের। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে বলেন দেশের তাদের শাসনের মেয়াদ শেষ হয়েছে। ইউরোপ সফর থেকে এভাবেই বুধবার প্রতিক্রিয়া দিলেন মমতা। আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
দলীয় সভা হোক বা বৈঠকে বারে বারে আধার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা। এক সময় মোবাইল সংযোগের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার কথা বলে কেন্দ্রীয় সরকার। প্রকাশ্যে সেই সিদ্ধান্তের বিরধিতা করেন মমতা। বছর খানেক আগে এক দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনও অবস্থাতাতেই মোবাইল নম্বরের সঙ্গে আধার তথ্য যুক্ত করবেন না। এত যদি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলেও তাঁর আপত্তি নেই।
এদিকে, আধার মামলায় রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েদিল বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা মানে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা নয়। আর আধারের সাংবিধানিক গ্রাহ্যতাও আছে। এমনিতে বিভিন্ন খাতে আধার ব্যবহার করে আসা কেন্দ্রীয় সরকার জানিয়েছে কয়েকটি ব্যতিক্রম ছাড়া তারাও ব্যক্তিগত অধিকারকে সম্মান করে।
এর ফলে বেসরকারি সংস্থা আধার কার্ড চাইতে পারবে না। আর সেই কারণে মোবাইল সংস্থা গ্রাহকের আধার নম্বর চাইতে পারে না। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে না। ভর্তির সময় আধার কার্ড চাইতে পারবে না স্কুলও।