This Article is From Jul 19, 2018

ঝড়খণ্ডের স্কুলে হামলা চালাল নকশালরা !

নকশাল রোষে ভাঙা পড়ল স্কুল! ঘটনাস্থল ঝাড়খণ্ডের লাতেহার ।

ঝড়খণ্ডের স্কুলে হামলা চালাল নকশালরা !

এর আগে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছিল নকশালরা ।

লাতেহার, ঝাড়খণ্ড:

পুলিশ ও  নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্কুলে থাকতে দেওয়া হচ্ছে। ‘অপরাধ’ বলতে এটুকু । আর তাই নকশাল রোষে ভাঙা পড়ল স্কুল! ঘটনাস্থল ঝাড়খণ্ডের লাতেহার । স্থানীয় মানুষ ও প্রশাসনের ধারনা হামলার নেপথ্যে আছে নকশালরাই ।

এর আগে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছিল নকশালরা । সেই তখন  থেকে প্রবল সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি এতটাই খারাপ যে এখন কারও শরীর খারাপ হলে 20-25 কিলোমিটার পথ পেরিয়ে অন্য একটি এলাকার স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। রাস্তাতেই প্রাণ হারান অনেকে।  গত তিন বছর ধরে চলছে এভাবেই । আর এবার রোষের মুখে স্কুল।

সংবাদ সংস্থা এএনআইকে পড়ুয়ারা বলেছে স্কুলে আগে  6টি ঘর ছিল। কিন্ত হামলার পর মাত্র  3  টি ঘর অবশিষ্ট আছে। একেই পড়ুয়ার তুলনায় স্কুলে ঘর সংখ্যা কম  । তার উপর ঘটল এমন একটা  ঘটনা। আর তাই বাধ্য হয়ে একই ঘরে বসে ক্লাস করছে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা ।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.