ঘটনার সময় স্কুলের ছাত্রদের বিশেষ ক্লাস নিচ্ছিলেন তিনি।
বেঙ্গালুরু: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল গতকাল বেঙ্গালুরু। ছ'জন দুষ্কৃতির একটি দল মিলে কুড়ি জন ছাত্রের সামনে কুপিয়ে হত্যা করল এক স্কুলের অধ্যক্ষকে। ওই অধ্যক্ষ ওই সময় তাঁর স্কুলের ছাত্রদের বিশেষ ক্লাস নিচ্ছিলেন। বেঙ্গালুরুর অগ্রহারা দাসারাহাল্লির হাভানুর পাবলিক স্কুলের অধ্যক্ষ রঙ্গনাথের বয়স হয়েছিল ষাট বছর। তিনি ঘটনার সময় ক্লাস টেনের ছেলেদের ক্লাস নিচ্ছিলেন। ওই সময়ই ক্লাসরুমে ঢুকে যায় ছ'জন দুষ্কৃতির একটি দল। তারপর তাঁর ছাত্রদের সামনেই তাঁরা কুপিয়ে মারে তাঁকে। তারপর যে গাড়ি করে এসেছিল তারা, সেই গাড়ি করেই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ওই ছ'জনের দলটির একজনকে বেঙ্গালুরুর মহালক্ষ্মী লে আউট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যেই।
ধৃত দুষ্কৃতিকে পুলিশের ধরার সময় কিছুটা বেগ পেতে হয়। পুলিশের ওপর সে পালটা আক্রমণ চালালে পুলিশ গুলি ছুঁড়লে পর তা সরাসরি গিয়ে লাগে তার পায়ে। তাকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে তার।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)