This Article is From Sep 18, 2018

দেরাদুনে বোর্ডিং স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

দেরাদুনে বোর্ডিং স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে  গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ওই স্কুলেরই পাঁচ উঁচু ক্লাসের পড়ুয়া।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

Highlights

  • ঘটনায় গ্রেফতার পাঁচ ছাত্র
  • ধর্ষণের কথা ছাত্রী প্রথমে তার বোনকে জানায়
  • জানা গিয়েছে ছাত্রী এখন সন্তান সম্ভবা
দেরাদুন :

দেরাদুনে বোর্ডিং স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে  গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ওই স্কুলেরই পাঁচ উঁচু ক্লাসের পড়ুয়া। আরও জানা গিয়েছে গোটা ঘটনাটি চেপে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্কুলের কয়েকজন কর্মী এবং আধিকারিক।  

হরিয়ানায় গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

এই ঘটনায় চার অভিযুক্ত ছাত্র কে গ্রেফতার করেছে পুলিশ।  ছাত্রীকে চাওপ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন স্কুলের প্রিন্সিপাল, প্রশাসক এবং হস্টেলের কেয়ারটেকার। জানা  গিয়েছে নির্যাতনের কথা প্রথমে নিজের দিদিকে জানিয়েছিল ছাত্রী।

 হরিয়ানায় গণধর্ষণের ঘটনায় জড়িত এক সেনাও, জানাল পুলিশ

Advertisement

শুধু তাই নয় ঘটনার অভিঘাতে অসুস্থও হয়ে পড়ে ছাত্রী। পরে জানা যায়  সে সন্তান সম্ভবা।  পরিবার সূত্রে খবর স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন হস্টেলের স্টোর রুমে যায় সে।

ভোপাল কাণ্ডে প্রকাশ্যে এলেন চতুর্থ নির্যাতিতা

Advertisement

সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রে ব্যাপারে পুলিশের এডিজি  অশোক কুমার জানিয়েছেন  ঘটনাটি এক মাস আগের। কিন্তু  স্কুল চাপা  দেওয়ার চেষ্টা  করায়  আগে জানা যায়নি।

ঘটনায় মোট পাঁচ  জন ছাত্র  জড়িত ছিল। তার মধ্যে চার জন দ্বাদশ শ্রেণির পড়ুয়া। ছাত্রীর থেকে এই ঘটনার কথা জানার পরই উদ্যোগ নেয় পরিবার। পুলিশ থেকে শুরু করে শিশুদের অধিকার  রক্ষায় গঠিত কমিশনের সদস্যরাও উদ্যোগী হন।                              

Advertisement