এসসিও সম্মেলন:- কিংডাওতে আজ দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি মোদি-জিনপিং
হাইলাইটস
- কিংডাওতে এসসিও সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী মোদি
- ভারতকে এসসিওর পূর্ণ সময়ের সদস্য হিসাবে যুক্ত করা হয়েছে।
- আগামী দু'দিনে কমপক্ষে হাফ ডজন দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি
নিউ দিল্লি / কিংডাও:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ থেকে শুরু হওয়া দু'দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন অথবা এসসিও সম্মেলনে যোগ দিতে চিনের কিংডাওতে এলেন। বর্ধিত হওয়ার পর এটিই প্রথম এসসিও সম্মেলন। গত বছর কাজাখস্তানে আস্থানা সম্মেলনে পাকিস্তান ও ভারত এসসিও সদস্য হিসাবে যোগ দেয়। এই সম্মেলনে ভারত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও মৌলবাদীকরণের বিরুদ্ধাচরণ করে নিজেদের মধ্যে বাণিজ্যকে আরও সুদৃঢ় করার কথা বলবে বলে ঠিক হয়েছে। পূর্ব চিনের শানডাং রাজ্যের উপকূলীয় শহর কিংডাওতে এসে প্রধানমন্ত্রী মোদি চিনা প্রেসিডেন্ট জি জিনপিং-এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক হয়েছে। সম্মেলনের একপাশে বসে এই দুই রাষ্ট্রনেতা একটি দ্বিপাক্ষিক বৈঠক সেরে নেবেন বলেও জানা গিয়েছে সূত্র মারফৎ।
এসসিও সম্মেলন 10'টি তথ্য
1. আজ শনিবার দুপুর 1:20 নাগাদ কিংডাওতে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর চিনা প্রেসিডেন্ট জি জিনপিং-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা তাঁর।
2. এই বছর এই নিয়ে এটি মোদির দ্বিতীয়বার চিন ভ্রমণ। চিনের উওহান সিটিতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক সম্মেলন হওয়ার পর এটি আবার তাঁদের মধ্যে দ্বিতীয় সম্মেলন।
3. আটটি এসসিও সদস্য রাষ্ট্র এবং চারটি পর্যবেক্ষক রাষ্ট্রের প্রধানরাও সন্ত্রাসবাদ, মৌলবাদীকরণ এবং চরমপন্থা বিরোধী লড়াইয়ের প্রাসঙ্গিক আলোচনার জন্য এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
4. সাংহাই কো-অপারেশন অথবা এসসিওর আটটি দেশ- চিন, ভারত, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান সহ আফগানিস্তান, ইরান, মঙ্গোলিয়া এবং বেলারুশের মতো চারটি পর্যবেক্ষক রাষ্ট্রও এই সম্মেলনে যোগ দেয়।
5. এই বছরের সম্মেলনে এসসিও'র দেশগুলির মধ্যে আন্তঃ-দেশীয় বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করার উপরে মনোনিবেশ করবে ভারত।
6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জি জিনপিং ভারত ও চিনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বুনোট আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
7. এসসিও রাষ্ট্রগুলির শীর্ষনেতাদের সঙ্গে কমপক্ষে হাফ ডজন দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। যদিও মোদি এবং পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হোসেনের মধ্যে কোনও আলোচনা হবে কি না, তা নিয়ে সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি।
8. পাক-অধিকৃত কাশ্মীরে বিভিন্ন ধরনের হিংসার ঘটনার প্রসঙ্গ নিয়েও আলোচনা করবে ভারত।
9. এসসিও সম্মেলনের আগে এই প্রথম এসসিও'র পূর্ণ সময়ের সদস্য হিসাবে সম্মেলনে যোগ দিতে পারার বিষয়টি নিয়ে স্পষ্টতই উত্তেজিত মোদি বলেন, "গত এক বছরে এসসিওর সদস্য দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে। আমি বিশ্বাস করি, কিংডাও সম্মেলন এসসিওর মূল অ্যাজেন্ডাকেই সমৃদ্ধ করে তুলবে"। বলেন মোদি।
10. "এসসিওর মোট সদস্য দেশের সংখ্যা 8। এই আটটি দেশ মিলে বিশ্বের মোট জনসংখ্যার 42 শতাংশের অধিকারী। মোট স্থলের পরিমাণ বিশ্বের মোট স্থলের নিরিখে 22 শতাংশ এবং জিডিপির পরিমাণ 20 শতাংশ", বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার একটি টুইট করে এ কথা জানান।
Post a comment