This Article is From Aug 08, 2018

নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নৌ বাহিনী

কোচির মুনামবাম উপকূল থেকে নিখোঁজ হয়ে যাওয়া 9 জন মৎস্যজীবীর খোঁজ চলাচ্ছে নৌ বাহিনী। কিন্তু এখনও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। গতকাল নিখোঁজ হয়ে যান এই  মৎস্যজীবীরা।

নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নৌ বাহিনী
কোচি:

কোচির মুনামবাম উপকূল থেকে নিখোঁজ হয়ে যাওয়া 9 জন মৎস্যজীবীর খোঁজ চলাচ্ছে নৌ বাহিনী। কিন্তু এখনও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। গতকাল নিখোঁজ হয়ে যান ওই মৎস্যজীবীরা।  

জানা গিয়েছে, নৌবাহিনীর জাহাজ যমুনা  এবং উপকূলরক্ষী বাহিনীর জাহাজ বিক্রম, সাবিত্রীবাই ফুলে ও অভিনব - এই উদ্ধার কাজ শুরু করেছে। পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যেও মৎস্যজীবীদের সন্ধান চালানো হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। তারপরই শুরু হয় উদ্ধার কাজ। কিছুক্ষণ পর উদ্ধার হয় তিন জনের দেহ। একই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও দু'জনকে।      

সূত্রের খবর, মোট 14  জন মৎস্যজীবী সমুদ্রে যান। তাঁদের মধ্যে ছিলেন বাংলার দুই বাসিন্দাও। বাকিদের মধ্যে একজন ছাড়া সবাই থাকেন তামিলনাড়ুতে। সমুদ্রে  তাঁদের বোটে এসে ধাক্কা মারে একটি জাহাজ। আর তখনই জলে পড়ে যান ওই  মৎস্যজীবীরা। জুন মাসেও এখানে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছে।   

   

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.