Bengali | Edited by Indrani Halder | Monday December 2, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর বিতর্কিত মন্তব্যের (Migrant remark) পাল্টা জবাব এল বিজেপি নেতা জি ভি এল নরসীমা রাওয়ের কাছ থেকে। মনগড়া ভাবনাচিন্তার জন্যে ওই কংগ্রেস নেতার (Adhir Ranjan Chowdhury) এখুনি মানসিক চিকিৎসা প্রয়োজন, বলেন তিনি। এর আগে নাগরিকত্ব সংশোধনী বিলের (Citizenship Amendment Bill) বিরোধিতা প্রসঙ্গে বলতে গিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলে বসেন যে, প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ নিজেরাই "অভিবাসী"। আর তারপরেই কংগ্রেস নেতার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ওই বিজেপি নেতা (Narasimha Rao)।
www.ndtv.com/bengali