Bengali | Edited by Indrani Halder | Thursday December 5, 2019
পেঁয়াজের ঝাঁঝ ছড়িয়ে পড়ল সংসদেও। বৃহস্পতিবার লোকসভায় পেঁয়াজের আমদানি নিয়ে যখন বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তখন তাঁকে এনসিপি সহ বিরোধী দলের সাংসদরা পেঁয়াজ (onion) সংক্রান্ত নানা প্রশ্ন করলে তখন তিনি (Nirmala Sitharaman) জবাবে বলেন "আমি খুব বেশি পেঁয়াজ খাই না"। বর্তমান অর্থমন্ত্রীর এই জবাবকেই কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি (P Chidambaram) সীতারামনকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন, "তবে কি উনি অ্যাভোকাডো খান?"
www.ndtv.com/bengali