Bengali | Edited by Joydeep Sen | Friday January 17, 2020
আইআইএম-কোঝিকোড়ের একটা অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'গ্লোবালাইসিং ইন্ডিয়ান থট' নামক সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, ভারতীয় সভ্যতা শান্তি ও সম্প্রীতির উপর দাঁড়িয়ে। তিনি যোগ করেন, 'যখন আশপাশের পরিবেশ খোলামেলা, তখন উদ্ভাবন আর মতবিরোধ স্বাভাবিক ভাবেই আসবে। ভারতের উদ্ভাবনী ক্ষমতা গোটা বিশ্বের কাছে নিদর্শন। তাই এদেশের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য ভারতের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হচ্ছে বিশ্ব।' তিনি বলেছেন, বিবিধ ভাষা, সংস্কৃতি, অভ্যাস বিশ্বাস থাকা সত্ত্বেও শতকের পর শতক ধরে আমরা শান্তিতে বাস করছি। বিশ্বকে আমাদের মাটিতে স্বাগত জানাচ্ছি।
www.ndtv.com/bengali