Bengali | Written by Indrani Halder | Monday March 23, 2020
দেশে বাড়ছে এই রোগে (Coronavirus) আক্রান্তের সংখ্যা, বিভিন্ন রাজ্যে লকডাউন পরিস্থিতি চলছে। মানুষ ভয়ে (Corona in India) সিঁটিয়ে রয়েছেন ঘরে। আর এই করোনার ভয় এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে এয়ার এশিয়ার (Air Asia) পুনে থেকে দিল্লিগামী একটি বিমানের পাইলট পর্যন্ত ছেলেমানুষের মতো কাজ করে বসলেন। এয়ার এশিয়ার যে বিমানটি তিনি চালাচ্ছেন তাতেই সওয়ার হয়েছেন এমন এক যাত্রী যাঁর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে, জানার পরই ঘাবড়ে যান পাইলট। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলেন ওই বিমানে সওয়ার অন্য যাত্রী এবং বিমানের অন্যান্য কর্মীরাও। কিন্তু পাইলট যা করলেন তা একরকম নজিরবিহীন। বিমানটি অবতরণের পর তাঁর সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের "সেকেন্ড এক্সিট" অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।
www.ndtv.com/bengali