Bengali | Press Trust of India | Wednesday March 27, 2019
আব্দুল সাত্তার তাঁর সমর্থকদের সহায়তায় প্রায় ৩০০ টি চেয়ার পার্টি অফিস থেকে সরিয়ে বেরিয়ে যান। পরে ওই বৈঠকের আয়োজন হয় এনসিপি অফিসেই। এই জেলার কংগ্রেসের বিশিষ্ট নেতা আব্দুল সাত্তার আশা করেছিলেন ঔরঙ্গাবাদ লোকসভা আসনের জন্য দলের টিকিট পাবেন তিনি। কংগ্রেস অবশ্য ওই আসন থেকে এমএলসি সুবাশ ঝামবাদকে (MLC Subash Zhambad) মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে স্বাভাবিকভাবেই বেজায় চটেছেন আব্দুল সাত্তার।
www.ndtv.com/bengali