Bengali | Edited by Biren Bhattacharya, Joydeep Sen | Monday July 13, 2020
রাজস্থান কংগ্রেসে বিদ্রোহের আরও একটি দিন পার হয়ে গেলেও, এদিন সরকারের পতন হয়নি। তবে ১০০ জন বিধায়ককে একটি রিসর্টে রেখে দিয়েছে মরু রাজ্যের শাসক দল। এদিন জয়পুরে বিধায়কদের বৈঠকের পর, জয়সূচক চিহ্ন দেখান মুখ্যমন্ত্রী অশোক গেহলত, দাবি করেন তাঁর সরকার সুরক্ষিত। মঙ্গলবার সকাল ১০টায় বিধায়কদের নিয়ে আরও একটি বৈঠক ডেকেছেন তিনি এবং পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত নীরব এবং ঠাণ্ডা মাথা রেখে চলা বিদ্রোহী কংগ্রেস বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। রাহুল গান্ধির সঙ্গে কোনওরকম বৈঠকের জল্পনা উড়িয়ে দিয়েছেন শচীন, এবং গান্ধি পরিবার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে “প্রত্যক্ষ বৈঠক কম হয়...একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা অগাধ”।
www.ndtv.com/bengali