Bengali | Edited by Indrani Halder | Thursday April 2, 2020
দিল্লির নিজামুদ্দিন মার্কাজ (Nizamuddin Markaz) থেকে সরিয়ে নেওয়া ২,৩০০ জনেরও বেশি মানুষকে দেশের বিভিন্ন কোয়ারান্টাইন সেন্টার এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, নিজামউদ্দিনের তাবলিগ-ই-জামাতের ১৬৭ জন সদস্যকে বুধবার রাত ৯.৪০ এ ৫ টি বাসে করে তুঘলকাবাদের কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৯৭ জনকে স্থানীয় ডিজেল শেড প্রশিক্ষণ স্কুলের হস্টেলে রাখা হয়েছে এবং বাকি ৭০ জনকে আরপিএফ ব্যারাকের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে। তিনি একথাও জানান যে, সংক্রমণ এড়াতে ওই মুসলিমদের কোয়ারান্টাইন করে রাখা হলে তাঁরা সেখানকার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এমনকী তাঁরা সেখানকার চিকিৎসক সহ অন্যান্যদের লক্ষ্য করে থুথু ছেটাতেও শুরু করে বলে অভিযোগ।
www.ndtv.com/bengali