Bengali | Edited by Indrani Halder | Saturday May 30, 2020
"গণতন্ত্রের সম্মিলিত শক্তি" তাঁকে ফিরিয়ে এনেছিল দ্বিতীয় মেয়াদে, এমন কথা আরও একবার জোরগলায় বললেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদি দেশের জনতা জনার্দনের উদ্দেশে একটি খোলা চিঠি (PM Modi's Letter) লিখেছেন। সেই চিঠিতে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বর্তমানে যে যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, সবকিছু নিয়েই কথা বলেছেন। করোনা ভাইরাস (Coronavirus) শুধু ভারতেই নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকারে দেখা দিয়েছে। এই ভয়াবহ সঙ্কটের সময় ভারত রীতিমতো অকুতোভয় হয়ে লড়েছে বলে দাবি করেন মোদি। তবে করোনা পরিস্থিতি এবং তার জেরে হওয়া লকডাউনে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে দেশের দিন আনি দিন খাই মানুষদের, একবাক্যে একথাও স্বীকার করেছেন তিনি। তবে জীবিকা হারিয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠা এই দিন মজুর এবং পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কাটাতে তৎপর কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন আশ্বাস দিয়েছেন যে তাঁর সরকার দিন মজুরিতে খেটে খাওয়া এই শ্রমিকদের দুর্ভোগ লাঘব করতে "ঐক্যবদ্ধ ও সংকল্প নিয়ে" কাজ করছে। ১৩০ কোটি ভারতীয়দের শক্তিতে অর্থনৈতিক পরিবর্তন আসবেই, আর সারা বিশ্ব অবাক হয়ে দেখবে ভারতকে, এই আশাই করছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
www.ndtv.com/bengali