Bengali | NDTV Offbeat Desk | Thursday July 11, 2019
স্থানীয় সংবাদসূত্রের খবর অনুযায়ী, এক মাস আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ফুটেজ মঙ্গলবার সামনে আনে প্রশাসন। এটাই জানাতে যে, এই ধরনের প্রাণঘাতী খেলায় অংশ নেওয়া জেনেশুনে বিষপানের মতোই। ফুটেজে দেখা গেছে, গোল্ডেন কোস্ট অঞ্চলে এক বন্ধুর সন্তানের লিঙ্গ প্রকাশ স্টান্টে মেতেছিলেন এক দম্পতি। শর্ত অনুযায়ী, বাচ্চাটিকে নিয়ে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। নীল শিখা দেখা গেলে বোঝা যাবে, শিশুটি পুরুষ।
www.ndtv.com/bengali