Bengali | Agence France-Presse | Friday July 12, 2019
আন্তর্জাতিক মহাকাশ দৌড়ে সামিল হওয়ার জন্যে প্রস্তুত ভারত। সোমবার বিশ্বের চতুর্থ দেশ হিসাবে তুলনামূলক কম ব্যয়ের (Low-cost mission) একটি মহাকাশ অভিযান (India Moon Mission) শুরু করতে চলেছে দেশ যা চাঁদের মাটিতে নেমে বিভিন্ন বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখবে। মানুষের প্রথম চন্দ্রাভিযানের ৫০তম বার্ষিকী উপলক্ষে তার মাত্র পাঁচ দিন আগে এক দশক ধরে নির্মাণ করা ওই চন্দ্রায়ন -2 বা চাঁদ রথ 2-কে অন্ধ্রপ্রদেশের একটি দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হবে।এই অভিযানের মাধ্যমে এই বিষয়টিও খতিয়ে দেখা হবে যে অ্যাপোলো 11 অভিযানের সময় নীল আর্মস্ট্রংয়ের চাঁদের মাটিতে পা রাখা থেকে এই মহাকাশ অভিযান কতদূর এগিয়েছে। ভারত প্রায় ৯৬০ কোটি টাকা ব্যয় করেছে চন্দ্রায়ন 2 (Chandrayaan-2) নির্মাণে যা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রওনা হয়ে ৩৮৪,৪০০ কিলোমিটার (প্রায় ২৪০,০০০ মাইল)পথ পেরিয়ে আগামী ৬ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে।
www.ndtv.com/bengali